বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দুর্নীতির অভিযোগ পেয়ে রাজধানীর মিরপুরে ওয়াসার একটি অঞ্চলে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযান চলাকালে দুদকের সুপারিশের পরিপ্রেক্ষিতে ওয়াসার ৬ পরিদর্শককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
গতকাল রোববার এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য। তিনি জানান, মিরপুরে ওয়াসার মডস জোন-১০ কার্যালয়ে বিল কারচুপি, অবৈধ অর্থের বিনিময়ে ইচ্ছেমতো বিল প্রস্তুত ও গ্রাহক হয়রানির অভিযোগ আমলে নিয়ে অভিযান পরিচালিত হয়। দুদকের হটলাইনে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারি পরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বে উপসহকারি পরিচালক আফনান জান্নাত কেয়া ও দুদকের পুলিশ ইউনিটের সদস্যরা অভিযানে অংশ নেয়।
অব্যাহতি প্রাপ্ত ৬ জন হলেন, এমদাদুল হক, আশরাফুল হাসান, মাহমুদুল হাসান, বদরুজ্জামান (বাদল), আবু তালেব ও আবু তালহা। সহকারির মাধ্যমে অবৈধভাবে কাজ করা, মিটার না দেখেই বিল তৈরি, হোল্ডিং না চেনা এবং প্রকৃত রিডিং সংগ্রহ না করে বিল জারি করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।