বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় সমবায় পুরষ্কার-২০১৭ স্বর্ণ পদক ও সম্মাননা সনদ গ্রহণ করলেন দি চিটাগং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল (রোববার) ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোসাইটির সভাপতি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে সম্মাননা সনদ ও পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমবায় মন্ত্রণালয় যুব, বিশেষ শ্রেণি, তাঁতীসহ অন্যান্য পেশাভিত্তিক সমবায় শ্রেণিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে দি চিটাগাং কো- অপারেটিভ হাউজিং সোসাইটিকে এ পুরস্কার দেয়া হয়। সোসাইটির ৬৭ বছরে পথচলার ইতিহাসে এ ধরনের সম্মাননা এটাই প্রথম। পদক গ্রহণ করে মেয়র বলেন, নগরীর আবাসন সমস্যা সমাধান কল্পে এ প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। সোসাইটির সভাপতি হিসেবে আমি দায়িত্ব গ্রহণের পর এই প্রথম জাতীয় পুরষ্কার প্রাপ্ত হলো সোসাইটি। এটি চট্টগ্রামবাসীর জন্য গৌরবের। তিনি এ সম্মাননার জন্য প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা, সমবায় সচিব মো. কামাল উদ্দীন তালুকদার এবং সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোহাম্মদ আবদুল মজিদ এবং বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন সভাপতি শেখ নাদের হোসেন লিপু। অনুষ্ঠানে সোসাইটির সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিছ এবং সম্পাদক মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।