রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিরাজগঞ্জের শাহজাদপুরে বুকে অস্ত্র ঠেকিয়ে গৃহবধ‚কে ধর্ষণের দায়ে মো. সোনা উল্লাহ (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
গতকাল রোববার বেলা সোয়া ১১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১র বিচারক ফজলে খোদা মো. নাজির, আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত সোনা উল্লাহ বেলকুচি উপজেলার বালাবাড়ী গ্রামের মৃত জয়ধর আলীর ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
মামলার তদন্ত শেষে পুলিশ সোনা উল্লাহ কে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেয়। দীর্ঘ শুনানি শেষে রোববার বিচারক আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।