Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদীখানে দুই দিনব্যাপী ওয়াজ মাহফিল সম্পন্ন

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে মধুপুর পীর সাহেবের আখেরি দোয়ার মধ্য দিয়ে শেষ হলো দুই দিনব্যাপী ওয়াজ মাহফিল। তেঘরিয়া মিরাপাড়া সৈয়দবাড়ি ও এলাকাবাসীর উদ্যোগে এ মাহফিল আয়োজন কর হয়। এ মাহফিল গত ২৩-২৪ নভেম্বর শুক্র ও শনিবার উপজেলার রাজানগর ইউনিয়নের মিরাপাড়া সৈয়দবাড়িতে অনুষ্ঠিত হয়।

মাহফিল উপস্থাপনা করেন মাওলানা মুফতি শাহাদাত খান। প্রথম দিনে মাহফিলে ওয়াজ করেন হজরত মাওলানা আবুল হাসনাত ফরিদ, হাফেজ মাওলানা আহমাদুল্লাহ, মাওলানা জাবের হোসাইন। দ্বিতীয় দিনে বয়ান করেন আল্লাম মুফতি দেলোয়ার হোসেন (দা.বা.), হজরত মাওলানা এহতেরামুল হক (দা.বা.), মাওলানা আব্দুল্লাহ-আস-সাবেরী। মাহফিলের সভাপতি মধুপুর পীর সাহেব মাওলানা আব্দুল হামীদের আখেরি মুনাজাতের মধ্য দিয়ে ওয়াজ মাহফিল শেষ হয়। এ সময় আর উপস্থিত ছিলেন সিরাজদীখান থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম চৌধুরী চঞ্চল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ