রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোটার ও পীরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলিমের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় পীরগঞ্জ থানা চত্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংবাদিক আব্দুল আলিম রিপোর্টের কাজে থানায় গেলে সে সময় ফটো সাংবাদিক পরিচয়দানকারী শেখ সমশের আলী ওই সাংবাদিকের সাথে তর্ক শুরু করে। এক পর্যায়ে সমশের মোবাইল ফোনে সন্ত্রাসী জনৈক জাহিদকে ডেকে নেয়। পরে ওই সন্ত্রাসী এসে সাংবাদিক আব্দুল আলিমকে অন্যায়ভাবে বেধড়ক মারপিট শুরু করে। সে সময় থানার আশপাশের লোকজন ও পুলিশ এগিয়ে আসলে ওই সন্ত্রাসী চম্পট দেয়। এতে আব্দুল আলিম গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রত্যক্ষদর্শীরা তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন বলেন, আর কত সাংবাদিক এভাবে নির্যাতিত হবে। আমরা সাংবাদিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষীদের শাস্তি কামনা করছি। রোর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুর রহমান বলেন, সাংবাদিকের ওপর এভাবে হামলা করা ঠিক হয়নি। আমরা সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি। পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানায়, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে থানা চত্বরে এমন ঘটনা ঘটানোর জন্য ওই সন্ত্রাসীদের পুলিশ খুঁজছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।