Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি নেতা হত্যার রহস্য শিগগির উদঘাটন হবে -স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৮, ৪:৫২ পিএম | আপডেট : ৪:৫৮ পিএম, ২৪ নভেম্বর, ২০১৮

বিএনপি নেতা আবু বকর হত্যার রহস্য খুব শিগগির উদঘাটন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সম্প্রতি গুম ও খুনের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বের সঙ্গে দেখছে।

শনিবার দুপুরে রাজধানীর খামারবাড়ি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। আসাদুজ্জামান খান কামাল বলেন, যশোরের বিএনপি নেতাকে অপহরণের পর হত্যা ও সম্প্রতি পিএইচডি গবেষক নিখোঁজের ঘটনার তদন্ত চলছে। ‘আশা করছি খুব শিগগির এসব ঘটনার রহস্য উদঘাটন হবে। কারণ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে এসব ঘটনার রহস্য উদঘাটনে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তবে কেউ যদি মনে করে এসব ঘটনা নির্বাচনকে ঘিরে হচ্ছে তাহলে তাদের উদ্দেশ্যে বলছি- এসব ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই। বিএনপির নেতা হত্যার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতাও নেই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ