Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়াকে জেলে রেখে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না -মান্না

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৮, ২:১৭ পিএম | আপডেট : ২:২১ পিএম, ২৪ নভেম্বর, ২০১৮

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনো গ্রহণযোগ্য সম্ভব না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

শনিবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মান্না বলেন, ‌ খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। এই কথার মধ্যে কোনো ভুল নেই। এই কথা খুবই সত্যি।

তিনি বলেন, এর মানে বেগম জিয়া জেল থেকে না বের হলে আমরা নির্বাচন করবো না তা কি বলছি।

একাদশ নির্বাচনে আওয়ামী লীগকে কৌশলে পরাজিত করা হবে মন্তব্য করে মান্না বলেন, ‘বলছি, এমন কৌশল নেবো, এমনভাবে লড়াই করবো যাতে শত্রুকে আমরা পরাজিত করতে পারি’

প্রসঙ্গত, দুই মামলায় ১৭ বছরের সাজা নিয়ে দীর্ঘদিন ধরে কারাগারে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি। জাতীয় ঐক্যফ্রন্টও খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনড়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ