Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালিয়াকৈরে বাসচাপায় নিহত ২

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতুলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতুলি নামক স্থানে যাত্রীবাহী একটি বাস দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। তৎক্ষণাৎ তাদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ৪০ থেকে ৪৫ বছর বয়সী ওই দুই ব্যক্তির জামার পকেটে বোয়ালী ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনের প্রার্থী শাহাদতের নির্বাচনী লিফলেট পাওয়া গেছে। তা থেকে ধারণা করা হচ্ছে তারা বোয়ালী এলাকার বাসিন্দা। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ