Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সতীনের সন্তান অপহরণই তার কাজ!

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

নগরীর ওমরপুর এলাকা থেকে অপহরণের ছয় দিন পর দুই বছরের শিশু আলিয়াকে ঢাকা আশুলিয়ার জামগড়া এলাকা থেকে উদ্ধার ও সৎ মা সাজেদা বেগমকে আটক করেছে শাহ মখদুম থানা পুলিশ। সাজেদা নগরীর শাহ মখদুম থানার ওমরপুর এলাকার উজ্জলের স্ত্রী। বৃহস্পতিবার তাকে অপহরণ মামলায় আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মহানগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গত শুক্রবার ওমরপুর গ্রামের উজ্জলের স্ত্রী সাজেদা তার সৎ মেয়ে শিশু আলিয়াকে নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে রোববার শিশু আলিয়ার বাবা উজ্জল নগরীর শাহ মখদুম থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে শাহ মখদুম থানা পুলিশ বিষয়টি তদন্ত করে অপহরণকারী নারী সাজেদার অবস্থান নিশ্চিত করে। বুধবার রাত ১০টার দিকে পুলিশের একটি দল আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী সৎ মা সাজেদাকে গ্রেফতার করে ও শিশু আলিয়াকে উদ্ধার করে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপহরণকারী সাজেদার পঞ্চম স্বামী উজ্জল।
এর আগের স্বামীর দুই সন্তানকে সে লুকিয়ে রেখেছে বলে অভিযোগ আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ