বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাভার থেকে স্টাফ রিপোর্টার : গত ১ মে শ্রমিক দিবসে গার্মেন্টস খোলা রাখায় কারখানার ভেতরে এক পরিচ্ছন্ন কর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সাভারে মানববন্ধন করেছে শ্রমিকরা। সকালে সাভারের হেমায়েতপুর-সিংগাইর সড়কের নতুনপাড়া এলাকার আল মদিনা ওয়াশিং প্লান্ট লিমিটেড কারখানার সামনে কালো পতাকা নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। এসময় মানববন্ধন থেকে শ্রমিকরা জানায় গত ১লা মে শ্রমিক দিবসে নতুনপাড়া এলাকার আল মদিনা ওয়াশিং প্লান্ট কারখানা চালু রাখে কর্তৃপক্ষ। পরে সকাল ১১ টার দিকে কারখানার ভেতরে পরিচ্ছন্ন কর্মী বাবর আলী প্রামাণিকের রহস্যজনক মৃত্যু হয়। এসময় কারখানা কর্তৃপক্ষ পুলিশকে না জানিয়ে তার লাশ বগুড়ার সাড়িয়াকান্দি থানার ছাঁইহাটা পূর্বপাড়া গ্রামে পাঠিয়ে দেন।
এর প্রতিবাদে আজ সকালে কারখানার কর্তৃপক্ষের বিচারের দাবিতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে কালো পতাকা হতে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন ওই গার্মেন্টস শ্রমিকরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।