Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেসবুক টুইটার স্কাইপ পর্যবেক্ষণ যন্ত্রপাতিতে ভ্যাট সুবিধা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, স্কাইপ পর্যবেক্ষণে গোয়েন্দা কাজে ব্যবহারের জন্য বিশেষায়িত কারিগরি যন্ত্রপাতি ক্রয়ে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) অব্যাহতি সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ওয়াই-ফাই ইন্টারসেপশন সিস্টেম এবং মোবাইল ইন্টারসিপেটর-জিএসএম সেলুলার/মোবাইল ডিভাইস সাবসক্রাইবার ‘অফ দ্য এয়ার’ ম্যাস ইন্টারসেপশন সিস্টেম (জিএসএম+ডাউনগ্রেডেড ইউএমটিএস) যন্ত্র দুটি ক্রয়ে ভ্যাট অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১৩ নভেম্বর প্রতিষ্ঠানটির প্রথম সচিব (মূসকনীতি) হাছান মুহম্মদ তারেক রিকাবদার সই করা বিশেষ আদেশে কিছু শর্ত সাপেক্ষে প্রযোজ্য ভ্যাট মওকুফ করা হয়েছে বলে এনবি আর সূত্রে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ