Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে সরকারি চাল দোকানে ২০ হাজার টাকা জরিমানা

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ঢাকার ধামরাইয়ের জলসিন বাজারে অবৈধভাবে একটি দোকানের গোডাউনে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচীর ৩০ বস্তা চাউল রাখায় দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ সপ্তাহের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রোববার রাত সাড়ে ১১টার দিকে এ রায় দেয়া হয়।
জানা গেছে, দরিদ্রদের জন্য সরকারি খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা প্রতি কেজি দরের চাউল উপজেলার জলসিন বাজারে কলিম উদ্দিন মার্কেটের দোকানদার হযরত আলী দোকানের গোডাউনে রেখে বেশী দরে বিক্রি করছে এমন সংবাদের ভিক্তিতে উপজেলা খাদ্য পরিদর্শক মীর আরিফুর রহমান রোববার বিকেলে ওই গোডাউনে গিয়ে প্রতিটি ৩০কেজি ওজনের ৩০ বস্তা চাল পায়।

এসময় থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ও ঘটনাস্থলে যায়। দোকানদার হযরত আলী এ চাল কোথায় পেয়েছে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন চাউল বিক্রির ডিলার বাতেন মোল্লার কাছ থেকে এলাকার মানুষ প্রতি কেজি ১০টাকা দরে ৩০ কেজি করে চাউল ক্রয় করে আমার কাছে বেশী দামে বিক্রি করেছে।
পরে থানা পুলিশ চাউল বিক্রির ডিলার বাতেন মোল্লা ও দোকানদার হযরত আলীকে থানায় নিয়ে আসেন এবং চাউল স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দিয়ে আসেন। এ ঘটনায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হাসান দোকানদার হযরত আলীকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে ২সপ্তাহের কারাদন্ড প্রদান করেন এবং ডিলার বাতেন মোল্লাকে ছেড়ে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ