Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুর রিটার্নিং অফিসারের অপসারণ দাবি বিএনপির

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার (জেলা প্রশাসক) মো. মাজেদুর রহমান খানের অপসারণ দাবি করেছে জেলা বিএনপি। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দলটির আবেদনের পরও প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ না দেয়ায় এ দাবি জানিয়েছে বিএনপি। শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়কের বাসভবন মনিরা ভবনে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ দাবি জানান জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।

মতবিনিময় সভায় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্যা সেলিম উপস্থিত সাংবাদিকদের বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর আমাদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করার সুযোগ চেয়ে অনুরোধ জানাই। কিন্তু তিনি আমাদের সাথে দেখা না করে তা প্রত্যাখ্যান করেন। পরে আমি তাকে বললাম, আপনি যখন ডিসি ছিলেন তখন আপনি আওয়ামী লীগের ডিসি ছিলেন। এখন আপনি রিটার্নিং অফিসার। বিএনপি নির্বাচনে যাচ্ছে। নির্বাচন বিষয়ে আপনার সাথে দেখা করা দরকার। তাই আপনার সঙ্গে আমাদের দেখা করতে হবে।

তখন জবাবে রিটার্নিং অফিসার বলেন, ‘নো, আমি আপনাদের সঙ্গে দেখা করতে বাধ্য নই।’ পরে একপর্যায়ে তিনি বলেন, ‘আপনি একা আসেন।’ তখন আমি বললাম, না, বিএনপি বা ঐক্যফ্রন্ট একজনের দল না।
তিনি বলেন, যখন তিনি কোনোভাবেই আমাদের সঙ্গে দেখা করতে রাজি হচ্ছিলেন না তখন আমি তাকে অনুরোধ করে বলি, আমরা জাস্ট আপনার সঙ্গে পরিচিতির জন্য বসতে চাই। তাতেও তিনি রিজেক্ট করলেন। এ অবস্থা যদি একজন রিটানিং কর্মকর্তার হয় তাহলে আমরা সুষ্ঠু এবং নিরপক্ষে নির্বাচন কীভাবে আশা করবো। তিনি বলেন, আমরা নির্বাচনে যাচ্ছি হাত-পা বাঁধা অবস্থায়। হাত-পা বাঁধা অবস্থায় সাঁতার কাটার মতো অবস্থা।

মতবিনিময় সভায় চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকির, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, বি এম হান্নান, শহীদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক আহসানুজ্জামান মন্টু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামান, বিএনপি নেতা অ্যাড. হারুনুর রশিদ, জেলা যুবদল সাধারণ সম্পাদক নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ