Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের ২০১৮-২০১৯ মৌসুমের আখ মাড়াইয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে মিল চত্বরে মিলাদ ও দোয়া মাহফিল শেষে নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুম উদ্বোধন করেন। নর্থ বেঙ্গল সুগার মিলের এমডি সারোয়ার হোসেন জানান, চলতি মৌসুমে নর্থ বেঙ্গল সুগার মিলে ১৫১ কার্যদিবসে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এজন্য আখের প্রয়োজন হবে ২ লাখ ৪৮ হাজার মেট্রিক টন আখ। এ মৌসুমে চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৭.৫ ভাগ।

আখ মাড়াই মৌসুম উদ্বোধন কালে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সিপি আকতার হোসেন, প্রধান রসায়নবিদ হামিদুল ইসলাম, লালপুর থানা ওসি নজরুল ইসলাম জুয়েল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দলের নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রেসিডিয়াম সদস্য ও আখচাষী নেতা আনসার আলী দুলাল, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহক আলী, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, লালপুর থানা আ.লীগের সদস্য ফিরোজ আল হক ভূইয়া প্রমুখ। এছাড়াও মিলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ