রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেছারাবাদে আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান শেখর সিকদার ও তার ভাই শংকর সিকদারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যান শেখর সিকদারের সাথে পূর্ব বিরোধের জের ধরে জহির এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে। এঘটনায় ঘটনায় সাবেক ইউপি সদস্য পংকজ সরকার ও মো. জহিরসহ ৬জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। চেয়ারম্যান শেখর সিকদার বাদী হয়ে শুক্রবার রাতে নেছারাবাদ থানায় ওই মামলা দায়ের করেন। নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ(ওসি) কে,এম তারিকুল ইসলাম জানান, স্থানীয় একটি রাস্তার কাজ করতে গিয়ে তাদের সাথে চেয়ারম্যানের হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে আর কিছু জানা যায়নি বলে ওসি জানান।
১৬ নভেম্বর দুপুরে চেয়ারম্যান শেখর সিকদার তার ভাই শংকর সিকদার ও শ্রমিক সর্দার মিহিরকে নিয়ে উপজেলার বাস্তকাঠি গ্রামে কর্মসৃজন প্রকল্পের একটি রাস্তার নির্মান কাজের মাপ দিতে যান। এ সময় তার প্রতিপক্ষ ওই এলাকার সাবেক ইউপি সদস্য পঙ্কজ সরকার ও মাহমুদকাঠি এলাকার জহিরের নেতৃত্বে একদল লোক শেখর সিকদার ও তার ভাই শংকর সিকদারকে পিটিয়ে জখম করেন। এ সময় আত্মরক্ষার জন্য চেয়ারম্যান ও তার ভাই পার্শ্ববর্তী সমিরণ বিশ্বাসের ঘরে আশ্রয় নিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে ওসি কেএম তারিকুল ইসলাম, ওসি (তদন্ত) মো. শহীদুল ইসলামের নেতৃতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউপি চেয়ারম্যান ও তার ভাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপেক্সে পাঠান। স্থানীয় চিকিৎসকরা আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।