Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘জ্যাক রিচার চরিত্রের জন্য টম ক্রুজ খুব বেটে’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

জ্যাক রিচার চরিত্রটি নিয়ে ছোট পর্দায় সিরিজ নির্মিত হতে যাচ্ছে আর, চরিত্র রূপায়নের জন্য টম ক্রুজ নয় নতুন অভিনেতা নেয়া হবে। এর আগে কাহিনীর লেখক লি চাইল্ড জানিয়েছিলেন দুটি ‘জ্যাক রিচার’ চলচ্চিত্রের অভিনেতা চরিত্রটির জন্য খুব বেটে। চাইল্ডের লেখা বইতে জ্যাক রিচারের উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি আর তার হাতের আকার একটি বাসনের মত বড়। অন্য দিকে টম ক্রুজের উচ্চতা মাত্র ৫ ফুট ৭ ইঞ্চি। বিবিসি রেডিওকে চাইল্ড বলেছেন, “ক্রুজ অবশ্যই প্রতিভাবান তবে শারীরিকভাবে তিনি চরিত্রটির জন্য বেমানান। ২০১১ সালে যখন ক্রুজকে চরিত্রটির জন্য বাছাই করা হয় ‘জ্যাক রিচার’ সিরিজের পাঠকরা মার্কিন মিলিটারি পুলিশের মেজর জ্যাক রিচারের চরিত্রে তিনি বেমানান বলে আপত্তি করেছিল। লেখক জানিয়েছেন একটি স্ট্রিমিং সিরিজের জন্য গত সপ্তাহে তার সঙ্গে একটি চ্যানেলের চুক্তি হয়েছে। চাইল্ড বলেন, “জ্যাক রিচার ঘরে ঢুকলে সবাই কিছুটা নার্ভাস বোধ করবে, ক্রুজের মাঝে প্রতিভা থাকলেও সেই শারীরিক হুমকি নেই।” তিনি জানান টম ক্রুজকে নিয়ে আর জ্যাক রিচারের কোনও চলচ্চিত্র নির্মিত হবে না। তিনি জানান আমরা সঠিক মানুষটির খোঁজে আছি। ক্রুজকে নিয়ে ‘জ্যাক রিচার’ (২০১২) ২১৮ মিলিয়ন ডলার আয় করেছিল আর দ্বিতীয় পর্ব ‘জ্যাক রিচার : নেভার গো ব্যাক’ (২০১৬) আয় করেছে ১৬২ মিলিয়ন ডলার। দুটিই প্রশংসিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ