Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মওলানা ভাসানীর শিক্ষা-প্রেরণা এগিয়ে চলার পথকে মসৃন করবে -ড. কামাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৮, ১১:২৯ এএম

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর শিক্ষা-প্রেরণা এগিয়ে চলার পথকে মসৃন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তিনি মওলানা ভাসানীর আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

শনিবার সকালে মওলানা ভাসানীর ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এসময় ড. কামাল বলেন, মজলুম জননেতা যে শিক্ষা-প্রেরণা দিয়ে গেছেন তা এগিয়ে চলার পথকে আরও মসৃন করবে। সন্তোষ থেকে প্রেরণার আলো সারা দেশে ছড়িয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আবদুল হামিদ খান ভাসানীর ৪২ তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার।

এ উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৭টার দিকে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন।

এরপর থেকে সমাধিতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শুর



 

Show all comments
  • মো ; সোহেল হোসেন ১৭ নভেম্বর, ২০১৮, ১:৩৫ পিএম says : 0
    মওলানা ভাসানীর শিক্ষা-প্রেরণা কথা আপনি তো ভাবলেন,এই মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর অবদান তো কোনো রাজনৈতিক দল গুরুত্ব সাথে ভাবে নি। Great sir
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড. কামাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ