Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র সফরে গেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

উপমহাদেশের প্রথিতযশা রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা যুক্তরাষ্ট্রে তিনটি শোতে গান করতে গিয়েছেন। ব্যাঙ্গলি অ্যাসোসিয়েশনস অব নিউ জার্সি এবং বেদান্ত সোসাইটির আয়োজনে তার এবারের যুক্তরাষ্ট্র সফর। রেজওয়ানা চৌধুরী বন্যা জানান, আমেরিকার নিউ জার্সি শহরে যথাক্রমে ১৭, ১৮ এবং ২৫ নভেম্বর তিনটি শো হবে। তবে শহরটির কোন জায়গায় কবে অনুষ্ঠানগুলো হবে তা সেখানে পৌঁছার পর সিদ্ধান্ত হবে। আয়োজক সূত্রে আমাকে এটিই জানানো হয়েছে। উল্লেখ্য, রেজওয়ানা চৌধুরী বন্যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। রবীন্দ্রসঙ্গীতে অসাধারণ অ বদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন স্বাধীনতা পদক (২০১৬)। গত বছর ভারতের পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম শ্রেষ্ঠপদক বঙ্গভ‚ষণ-এ ভ‚ষিত হন তিনি। এছাড়াও সঙ্গীত ক্যারিয়ারে দেশ-বিদেশের অসংখ্য পুরস্কারে ভ‚ষিত হয়েছেন বন্যা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ