Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

একসঙ্গে দুই নাটক নির্মাণ করলেন কাজী সাইফ আহমদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

সম্প্রতি গাজীপুরের বিভিন্ন মনোরম লোকেশনে নির্মিত হয়েছে কাজী সাইফ আহমেদের দুই নাটক। নাটক দুটি হচ্ছে, ‘শেষ বিকেলের কাব্য’ ও ‘সারপ্রাইজ ডে’। শেষ বিকেলের কাব্য রচনা করেছেন আহমেদ ফারুক এবং সারপ্রাইজ ডে রচনা করেছেন রুদ্র মাহফুজ। শেষ বিকেলের কাব্য নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, এস এন জনি, সেজুথি খন্দকার, সবুজ, শরিফ, আশরাফুল আলম সোহাগ, খাদিজা তিশা প্রমুখ। সারপ্রাইজ ডে নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, এস এন জনি, শিপন মিত্র, শ্যামন্তি শৌমি, সবুজ, আশরাফুল আলম সোহাগ প্রমুখ। নাটক দুটির সম্পর্কে মম বলেন, একেবারে ভিন্ন ধাঁচের গল্পের দুটি নাটক। গতানুগতিক ধারার বাইরে। দর্শকরা দেখে উপভোগ করবেন। বিশেষ করে পরিচালকের শূটিং ইউনিট ছিল অসাধারণ। নাটক দুটি প্রযোজনা করেছেন রাসেল সিদ্দিকী। নাটক দুটি এটিএন বাংলার জন্য নির্মিত হয়েছে। খুব শীঘ্রই প্রচার হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ