Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক কল্যাণ তহবিলে চরফ্যাসন মেয়রের বেতন

চরফ্যাশন (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

চরফ্যাশন পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবানাথ নিজের বেতন অনুদান হিসেবে প্রদান করলেন সাংবাদিক কল্যাণ তহবিলে। 

গত বৃহম্পতিবার দুুপুরে সাড়ে ১২টায় পৌর অফিস কার্যালয়ে তার এক মাসের বেতন ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। চেক গ্রহণ করেন সাংবাদিক কল্যাণ তহবিলের আহবায়ক ইয়াছিন আরাফাত, সদস্য সচিব এম আমির হোসেন, সাংবাদিক এম আবু সিদ্দিক, মিজান নয়ন, জামাল মোল্লা, নোমান সিকদার, শাহবুদ্দিন সিকদার প্রমুখ। উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-২ আলাউদ্দিন মাতাব্বর ও ৪নং ওয়ার্ড কাউন্সির আক্তারুল আলম সামু।
পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবথান বলেন, কেন্দ্রীয়ভাবে সাংবাদিকদের কল্যাণের জন্যে সরকারিভাবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থাকলেও উপজেলা পর্যায়ে সাংবাদিকদের কল্যাণে কোন সংগঠন নেই। চরফ্যাশন সংবাদিক কল্যাণ তহবিলটি সাংবাদিকদের কল্যানে কাজ করবে বলে আমার বিশ্বাস। আমি চরফ্যাশনের এই সকল জাতীয় পত্রিকার সংবাদ কর্মীদেরকে বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্যে অনুরোধ করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ