রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দিনাজপুরের ফুলবাড়ীতে ৫০০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের সীমান্ত এলাকার হাজরাপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফুলবাড়ী থানার এসআই কমল কিশোর ঘোষ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-এর বি ধারায় মামলা করেছেন। ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দ্দেশে এসআই কমল কিশোর ঘোষ, এএসআই সাব্বির হোসেন, এএসআই সুফিয়ান ও এএসআই গোলাম মোস্তফাসহ সঙ্গীয় ফোর্স এলুয়াড়ী ইউনিয়নের হাজরাপুর এলাকায় ওঁৎপেতে থেকে একটি চোরাকারবারীর দলকে ধাওয়া করে। চোরাকারবারী দলটি পুলিশের ধাওয়া খেয়ে তাদের সাথে থাকা পাঁচটি প্লাস্টিকের বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। চোরাকারবারীদের ওই বস্তা তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ৫০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে থানায় আনা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।