Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভার্চুয়াল কম্পিউটার

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

পালাবদলের হাওয়ায় এগিয়ে চলছে প্রযুক্তিবিশ্ব। দিনবদলের সঙ্গে বাজারে আসছে নতুন নতুন গ্যাজেট। এরই ধারাবাহিকতায় ভবিষ্যতে দেখা মিলবে ভার্চুয়াল কম্পিউটারের। আর এ কথা জানিয়েছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। সম্প্রতি এক শেয়ারহোল্ডারকে লেখা চিঠিতে পিচাই জানিয়েছেন, যেভাবে তথ্যপ্রযুক্তিতে পরিবর্তন আসছে তাতে খুব শিগগিরই এমন দিন আসবে যেদিন আর কম্পিউটারের বাহ্যিক রূপের কোনও বাস্তব অস্তিত্ব থাকবে না। তার বদলে ভার্চুয়াল কম্পিউটারেরই দেখা মিলতে পারে ভবিষ্যতে। উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে ভবিষ্যতে এমন কিছুই চমকপ্রদ করতে চলেছে গুগল, তারই আভাস মিলল পিচাইয়ের এই চিঠিতে। বর্তমানে ম্যাজিক লিপ প্রযুক্তিকে আরও উন্নত করে তোলার কাজে যুক্ত হয়েছে গুগল। চলমান থ্রিডি ছবিকে বাস্তবে রূপ দিতেই গুগলের এই পরিকল্পনা। কিন্তু গুগলের এই ধরনের বড় পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অতীতে বহুবার বহু সমস্যা দেখা দিয়েছে। তাই এমন ভার্চুয়াল কম্পিউটারের দেখা বাস্তবে কবে মিলবে তা নিয়েও দ্বন্ধে রয়েছেন বিশেষজ্ঞরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভার্চুয়াল কম্পিউটার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ