পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে আজ ঐক্যফ্রন্টের নেতারা মতবিনিময় করবেন। রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে বিকেল ৩টায় এ মতবিনিময় অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সনের প্রেসইউং কর্মকতা শায়রুল কবীর খান ইনকিলাবকে এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের সব জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে ঐক্যফ্রন্ট নেতারা মতবিনিময় করবেন। অনুষ্ঠানে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্টিয়ারিং ও সমন্বয় কমিটির নেতারা উপস্থিত থাকবেন।
এ বিষয়ে গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক ও মিডিয়া সমন্বয়কারী রফিকুল ইসলাম পথিক ইনকিলাবকে জানান, পত্রিকার সম্পাদকদের সঙ্গে ঐক্যফ্রন্ট নেতারা আজ মতবিনিময় করবেন। পরবর্তীতে ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গেও বৈঠক করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এটা ১৮ নভেম্বর হতে পারে হতে পারে বলে তিনি জানান। তবে অনলাইন নিউজ পোর্টালগুলোর সম্পাদকদের সঙ্গে মতবিনিময় হবে কিনা সেটা এখনও ঠিক হয়নি।
কতগুলো পত্রিকার সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়েছে এ বিষয়ে জানতে চাইলে পথিক বলেন, বিভিন্ন জাতীয় প্রত্রিকার অফিসে এখনও চিঠি পাঠানো হচ্ছে। এ পর্যন্ত কতগুলো অফিসে চিঠি পাঠানো হয়েছে সেই হিসাব তো ঠিক করে বলা সম্ভব নয়। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।