Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অ্যাপল ওয়াচে উইন্ডোজ ৯৫!

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

অ্যাপল ওয়াচের সঙ্গে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কোনো সম্পর্কই নেই। আর ২১ বছরের পুরনো উইন্ডোজ ৯৫ এর সঙ্গে হালের অ্যাপল ওয়াচের সম্পর্ক অনেকটা আকাশ-কুসুম কল্পনার মতোই। তবে এই আকাশ-কুসুম কল্পনাকেই বাস্তবে রূপ দিয়েছেন কম্পিউটার প্রোগ্রাম ডেভলপার নিক লি। তিনি অ্যাপল ওয়াচ চালাচ্ছেন উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেমে। তবে এটি দিয়ে বিশেষ কোনো কাজ করা যায় না। শুধু উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেমের স্টার্ট মেন্যু ও একটি লোড করা প্রোগ্রামই ব্যবহার করা যায়। একটি ব্লগ পোস্টে লি জানান, অ্যাপল ওয়াচে এই অপারেটিং সিস্টেমের কাস্টম কোডটি প্রবেশ করানোর পর এই অবস্থায় এসেছে। এছাড়াও ৯০ দশকের বিভিন্ন কম্পিউটারের প্রোগ্রাম অ্যাপলের স্মার্ট ঘড়িতে চালানোর পরিকল্পনা করছেন তিনি। লি আরও জানানো, পরীক্ষা-নিরীক্ষার পর আমি যখন দেখি যে, অ্যাপল ওয়াচে উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেমটি চলছে তখন বেশ অবাক হয়ে গেছিলাম। অ্যাপলের ওয়াচে এই অপারেটিং সিস্টেমটি বুট করতে একঘণ্টারও বেশি সময় লেগেছিল। স আইটি ডেস্ক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাপল ওয়াচে উইন্ডোজ ৯৫!
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ