টুইটার ডাউন: সমস্যায় কোটি ব্যবহারকারী
বিশ্বের অনেক দেশে ‘টুইটার ডাউন’। বৃহস্পতিবার সকালে টুইটার সাপোর্ট সেন্টার টুইট করে এই তথ্য জানিয়েছে।
বাজারে এলো তাইওয়ানে বিশ্বখ্যাত ব্র্যান্ড ভিভিটেকের পোর্টেবল প্রজেক্টর। এটির মডেল এলইডি কিউমি কিউ ৫। পোজেক্টরটি বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। আধুনিক ডি.এল.পি প্রযুক্তি সম্পন্ন এই প্রজেক্টরে রয়েছে ৫০০ লুমেন্স। এতে ১২৮০ী৮০০ পিক্সেল রেজুলেশন পাওয়া যাবে। যা স্বচ্ছ ও স্পষ্ট দৃশ্য আনতে সক্ষম। প্রজেক্টরটিতে আছে ৪জিবি ইন্টারনাল মেমোরি, ২ওয়াট স্পিকার, এইচডি এম আই এবং থ্রিডি রেডি। এই প্রজেক্টরটিতর বিশেষত্ব হচ্ছে এটি কম্পিউটার ছাড়াই পেনড্রাইভের মাধ্যমে ভিডিও-অডিও,অফিস ফাইল সমূহ প্রদর্শন করা যায়। এটিতে এক বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। এর লাইট সোর্স লাইফ ৩০ হাজার ঘণ্টা।
স আইটি ডেস্ক
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।