Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শান্তির জন্য রাসূলের (সা.) আদর্শের বিকল্প নেই বায়তুশ শরফের পীর

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এবারও ৪ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার নগরীর ধনিয়ালাপাড়াস্থ বায়তুশ শরফ কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে বায়তুশ শরফের পীর মাওলানা শাহ মোহাম্মদ কুতুব উদ্দিন বলেন, রাসূল (সা.)-এর আগমন গোটা মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন মানবতার মহান শিক্ষক। অশান্ত পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে রাসূলের আদর্শের সঠিক অনুসরণের কোনো বিকল্প নেই। বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ রাসূলের শিক্ষা তুলে ধরতে ব্যাপক কর্মসূচি পালন করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় এবারও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চারদিনের অনুষ্ঠানমালা পালন করা হবে।
আগামী ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠানমালায় রয়েছে শিশু-কিশোরদের অনুষ্ঠান সাংস্কৃতিক প্রতিযোগিতা পাখ-পাখালির আসর, শানে মোস্তফা (সা.), গুণীজন সংবর্ধনা ও আজিমুশশান ওয়াজ মাহফিল। এবার চার গুণীজনকে সংবর্ধনা দেয়া হবে। তারা হলেন- দ্বীনি শিক্ষায় কুমিল্লার লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আ ন ম তাজুল ইসলাম, ব্যাংকিং খাতে বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, ইসলামী সংস্কৃতির বিকাশে এম কে আর গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আউয়াল ও চিকিৎসায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রমা অ্যান্ড অর্থোপেডিক সার্জন ডা. মাহমুদুর রহমান। মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন অনুষ্ঠানমালা সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ