Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিলাদুন্নবী উপলক্ষে ৪ দিনের অনুষ্ঠানমালা

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভা সভাপতির হাতে শিক্ষক লাঞ্ছিত

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভায় শিক্ষকদের দুই গ্রুপের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এক শিক্ষককে লাঞ্ছনা এবং অপর এক শিক্ষককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে সমিতির সভাপতি ইব্রাহিম মোল্লার বিরুদ্ধে। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাকিং বিভাগের চেয়ারম্যান। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৫ম তলায় ৫০৬ নম্বর কক্ষে সমিতির সভা চলাকালে এসব অপ্রীতিকর ঘটনা ঘটে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সমিতির সাধারণ সম্পাদক এবং ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান আবু জাফর মিয়া সাংবাদিকদের বলেছেন, সভায় সভাপতি শিক্ষকসুলভ আচরণ করেননি। ঘটনাটি দুঃখজনক। পুরো ঘটনা সভা কক্ষের সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে বলেও সাধারণ সম্পাদক দাবি করেন।

সভায় অংশগ্রহনকারী একাধিক শিক্ষক জানান, বিকাল ৫টায় শিক্ষক সমিতি সভাপতি ইব্রাহিম মোল্লার সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হবার পরে বিভিন্ন আলোচনার এক পর্যায়ে রাত ৯টার দিকে সভাপতির স্ত্রী মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক ইসরাত সঞ্চারী পুরানো একটি বিষয় নিয়ে সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন। এসময় সভাপতি ইব্রাহীম মোল্লা উত্তেজিত হয়ে তার বিরুদ্ধে গুজব রটানোর জন্য ভূ-তত্ত¡ ও খনিবিদ্যা বিভাগের প্রভাষক ইলিয়াস মাহমুদকে দায়ি করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ইলিয়াস মাহমুদ এর প্রতিবাদ করায় সভায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে তাকে সেখান থেকে সরিয়ে নেন অন্যান্য শিক্ষকরা।

এদিকে শিক্ষক সমিতির সভায় অশ্রাব্য ভাষা ব্যবহারের প্রতিবাদ করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. ইরফান। এতে আরও ক্ষুব্ধ হয়ে সভাপতি ইব্রাহীম মোল্লা প্রভাষক মো. ইরফানকে ‘শিবিরের বাচ্চা’ বলে গালাগাল করেন। ইরফান এর প্রতিবাদ করলে সভাপতি ইব্রাহীম মোল্লা চেয়ার ছেড়ে উঠে গিয়ে তাকে কিলঘুষি দিতে থাকেন। এতে সভায় উপস্থিত অন্যান্য শিক্ষকরা হতবিহ্বাল হয়ে পড়েন। তারা ইব্রাহীম মোল্লাকে নিবৃত্ত করেন। লাঞ্ছিত শিক্ষক মো. ইরফান এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
তবে গালাগালের শিকার প্রভাষক ইলিয়াস মাহমুদ বলেন, সভায় তাকে অশ্রব্য ভাষায় গালিগালাজ করেছেন সভাপতি ইব্রাহিম মোল্লা। এ ঘটনায় তিনি শিক্ষক সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে সমিতির সভাপতি ইব্রাহীম মোল্লা সাংবাদিকদের জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন। একে কেন্দ্র করে ক্যাম্পাসের শান্ত পরিবেশ বিঘ্নিত করার উদ্দেশ্যেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ রটানো হচ্ছে।
ঢাকায় অবস্থানরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হক মুঠোফোনে সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভায় অনাকাংখিত ঘটনার কথা তিনি শুনেছেন। এসব ঘটনা শিক্ষকসুলভ আচরণ নয়। ভিসি ধরনের যেকোন ঘটনারই নিন্দা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ