Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবনের নিষিদ্ধ কাজ না করার শপথ জেলে বাওয়ালীদের

বিকল্প পেশার সন্ধান

মংলা উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সুন্দরবন ও তার আশপাশের নদী ও খালের উপর নির্ভরশীল প্রায় ১ হাজার জেলে বাওয়ালীদের বিকল্প পেশার সন্ধান দিল বাংলাদেশ বন অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে মংলার জয়মনির ঘোল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বিকল্প পেশায় আসা জেলে বাওয়ালীদের মাঝে অটোভ্যান গাড়ী, সেলাই মেশিন ও কাপড় বিতরণ করা হয় । এর আগে এই সকল সুবিধা ভোগিদের দেওয়া হয়েছে সল্প মেয়াদি কাজের প্রশিক্ষণ। বিকল্প জীবনায়নের ফলে সুন্দরবনের খালে ও নদীতে নিষিদ্ধ কাজ না করার শহা¯্রাধিক জেলে শপথ করেন।
সুন্দরবন ও তার আশ পাশ নদী-খালের উপর নির্ভরশীল জেলে বাওয়ালীদের কারনে বিভিন্ন প্রকার মাছ ও ডলফিনের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। অনেক সময় জেলেদের জালে আটকে মারা যায় বিভিন্ন প্রকার ডলফিন। তাই এই সব প্রাণীদের জীবন রক্ষায় ইউএনডিপির অর্থায়নে বাংলাদেশ বন অধিদপ্তর এই প্রকল্প পরিচালনা করছে এবং কোডেক এই প্রকল্পটি বাস্তবায়ন ও সহযোগীতা করছে। দুপুরে মংলার জয়মনির ঘোল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বিকল্প পেশায় আসা জেলে বাওয়ালীদের মাঝে অটোভ্যান গাড়ী, সেলাই মেশিন ও ছিট কাপড় বিতরণ করা হয়।
এ সময় চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেন ,খুলনা বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রানী ব্যাবস্তাপনা ও প্রকৃুত সংরক্ষন বিভাগ) ও প্রকল্প পরিচালক মোঃ মদিনুল আহসান, সুন্দরবন চাদঁপাই রেঞ্জ কর্মমর্তা মোঃ শাহীন কবির প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ