Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সুন্দরবনের সুতারখালি থেকে ৪ টি পাইপ গান উদ্ধার

প্রকাশের সময় : ২ মে, ২০১৬, ১২:০০ এএম

মংলা সংবাদদাতা : সুন্দরবনের সুতারখালি এলাকায় সোমবার সকালে দস্যুদলের আস্তানায় অভিযান চালিয়েছে কোস্ট গার্ড।এসময় উদ্ধার করা হয়েছে ৪ টি দেশীয় পাইপ গান।
কোষ্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট এ এম রাহাতুজ্জামান জানান, সোমবার সকাল ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড পশ্চিম জোনের সিজি স্টেশন কয়রায় একটি অপারেশান দল সুন্দরবনের কাশিয়াবাদ সংলগ্ন সুতারখালি এলাকায় অভিযান চালায় । কোষ্টগার্ডের উপস্থিতি জানতে পেরে দস্যুদল পালিয়ে যায়। ওই স্থান থেকে কোষ্টগার্ড ৪ টি দেশীয় পাইপ গান উদ্ধার করে এবং উদ্ধার হওয়া অস্ত্র পুলিশে হস্তান্তর করা হয়েছে।
কোষ্টগার্ড পশ্চিম জোন কর্তৃক এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে স্টাফ অপারেশন অফিসার লে: এম ফরিদুজ্জামান খান অভিমত ব্যক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ