Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

হিলিতে চক্ষু শিবির অনুষ্ঠিত

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

দিনাজপুরের হিলিতে দিনব্যাপী বিনামুল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে এলকার গরীব অসহায় ও দুস্থ মানুষদের বিনামুল্যে চোখের প্রাথমিক চিকিৎসা ও ওষুধ প্রদান এবং ছানি পড়া রোগীদের নির্নয় করা হয়।
হিলির বোয়ালদাড় ওয়াকফ এস্টেট এর আয়োজনে আন্ধেরী হিলফি বন জার্মানীর অর্থায়নে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী এই বিনামুল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়। এলাকার বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা গ্রহনের জন্য সেখানে উপস্থিত হন। দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্জন তানিুমল ইসলামের নেতৃত্বে ৭ সদস্যের একটি চক্ষু চিকিৎসক দল সেখানে গরীব, অসহায় ও দুস্থ মানুষদের বিনামুল্যে চোখের প্রাথমিক চিকিৎসা ও ওষধ প্রদান করেন এবং ছানি পড়া রোগীদের নির্নয় করার কাজ করেন। পরবর্তীতে তাদের দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে ছানি অপারেশন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ