Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় আয়কর মেলা শুরু

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

নেত্রকোনা কর কমিশনার অফিসের উদ্যোগে অফিস প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চারদিন ব্যাপী আয়কর মেলা। নেত্রকোনা ডায়বেটিক সমিতির সভাপতি প্রবীন চিকিৎসক ডাঃ এম এ হামিদ খান সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে পিতা কেটে আয়কর মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে কর অঞ্চল সার্কেল-১৯ নেত্রকোনার সহকারী কর কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার মোহাম্মদ শোয়াইব-এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা ডায়বেটিক সমিতির সভাপতি প্রবীন চিকিৎসক ডাঃ এম এ হামিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, পিপি এডভোকেট ইফতেখার উদ্দিন আহাম্মদ মাসুদ, নেত্রকোনা চেম্বার অব কমার্সের সভাপতি হাজী আব্দুল ওয়াহেদ ও সহকারী কর কমিশনার এমদাদুল হক খান প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ