Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৃহবধূকে মারধর

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়ে এক গৃহবধুকে মারপিট করেছে প্রতিপক্ষ। ৬ দিন থেকে হাসপাতালে কাতরাচ্ছে আহত গৃহবধু আর্জিনা।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম বৈদ্যনাথ গ্রামের মৃত আকবর আলীর ছেলে আমজাদ হোসেনের সাথে তারই বিমাতা ভাই আলম মিয়ার দীর্ঘ দিন থেকে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন থাকায় আমজাদ গং আলম মিয়াসহ তার পরিবারকে মারপিট করার হুমকি ও ভয়ভীতি প্রদান করলে আলমের মা নুরজাহান আবারও আদালতে ১০৭/১১৭ ধারায় একটি পিটিশন করেন। এ পিটিশন মামলায় গত ৬ নভেম্বর ধার্য্য তারিখে আমজদা হোসেন গং মুচলেকা দিয়ে বেরিয়ে আসে। এরপর থেকে আবারও তারা ক্ষিপ্ত হয়ে উঠে। এ অবস্থায় গত ১০ নভেম্বর দুপুরে আমজাদ হোসেন তার সাথী আমিনুল ইসলাম লিটন গং আলমের অনুপস্থিতিতে তার বাড়ির বাউন্ডারি বেড়া ভাংচুর করে; স্ত্রী আর্জিনা বেগমকে একা পেয়ে বেধরক মারপিট করে শ্লীলতহানী ঘটায়। এছাড়া গলা টিপে ধরে এবং ২০ হাজার টাকা ট্র্যাংক থেকে বের করে নেয়। আর্জিনার চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এ ঘটনায় আর্জিনা বেগম বাদি হয়ে আমজাদ, আমিনুল, খয়বরসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ