Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামিয়ানার নিচে পরীক্ষা

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

দুপচাঁচিয়া উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাঁদে সামিয়ানা টানিয়ে প্যান্ডেলের নিচে জেএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ঐতিহ্যবাহী এই বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠু ভাবে জেএসসি’র আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ১৯৪০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় কেন্দ্রের বাহিরে ও ভিতরের পরিবেশ দেখে যে কেউ বলবে পরীক্ষার পরিবেশ যথেষ্ট ভালো। এই বিদ্যালয়ে সীমানার মধ্যেই দক্ষিণ পার্শ্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাঁদে বিশাল সামিয়ানা টাঙ্গিয়ে চারিপার্শ্বে কাপড়ের বেড়া দিয়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে। দেখা যায়, এই প্যান্ডেলের নিচেই কোমলমতি প্রায় অর্ধশতাধীক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। রাতের কুয়াশায় ভেজে যাওয়া ব্রেঞ্চে বসা ও পরীক্ষার খাতা রাখায় যেমন শিক্ষার্থীরা বিড়ন্বনায় পড়ছে তেমনটি রোদ বাড়ার সাথে সাথেই গরমে ভোগান্তিও পোহাতে হচ্ছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থী সহ অভিভাবকরাও। এ ব্যাপারে কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রের সচিব আবুল বাসারের সাথে। তিনি “দৈনিক ইনকিলাব” কে জানান, দুপচাঁচিয়া পাইলট বালিকা বিদ্যালয়ের এই কেন্দ্রটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। পরীক্ষার পরিবেশ ভালো হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট এ বিদ্যালয়টি জনপ্রিয়তা বাড়ছে। সেই সাথে শিক্ষার্থীর সংখ্যাও বেড়ে চলছে। চলতি বছরে জেএসসি পরীক্ষায় এই কেন্দ্রে উপজেলার ১৭ টি প্রতিষ্ঠানের ১ হাজার ৯৪ জন ও কারিগরি ৫ টি প্রতিষ্ঠানের ১০১ জন শিক্ষার্থী সহ সর্বমোট ১ হাজার ১শ ৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ