Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নাটোরে মাইক্রোবাস খাদে, ৫ পুলিশসহ আহত ৬

প্রকাশের সময় : ২ মে, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের সিংড়া উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আর্মড ব্যাটালিয়ন পুলিশের পাঁচ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন।
আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- আমির হামজা, আরিফ হোসেন, রিপন, হেকমত ও ইয়াছিন আলী এবং মাইক্রোবাস চালক আবু হানিফ। এদের মধ্যে আমির হামজা আর্মড ব্যাটালিয়ন পুলিশের উপ-পরিদর্শক (এসআই)।
এদের মধ্যে গুরুতর অবস্থায় আরিফ হোসেনকে রাজশাহী মেডিকেল ও রিপনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সিংড়া থানার এসআই দেবব্রত দাস জানান, আর্মড ব্যাটালিয়ন পুলিশের এসআইসহ পাঁচ পুলিশ সদস্য পেশাগত কাজে সকালে মাইক্রোবাসে করে কুষ্টিয়া থেকে বগুড়া ক্যান্টনমেন্টে যাচ্ছিলেন। পথে সিংড়ার বাঁশের ব্রিজের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশের গাছকে ধাক্কা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে চালক ও পাঁচ পুলিশ সদস্য আহত হন।
খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ