বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা মহানগরীর ৩ থানায় দায়ের করা গায়েবী মামলায় মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন তোতনসহ ৩০ জন নেতা-কর্মী হাইকোর্ট থেকে জামিন লাভ করেছে। এর মধ্যে ৩ নভেম্বর নগরীর দৌলতপুর থানায় দায়ের হওয়া মামলায় (নং ৪) ১৯ জন, ১ নভেম্বর সোনাডাঙ্গা থানায় দায়ের হওয়া মামলায় (নং- ৩) ৫ জন এবং ২ নভেম্বর লবনচরা থানায় দায়ের হওয়া মামলায় (নং-১) ৬ জন বিএনপি নেতা-কর্মী জামিন পেয়েছেন।
আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ রেজাউল করীম এবং বিচারপতি জাফর আহম্মেদ এর দ্বৈতবেঞ্চে শুনানী শেষে ৮ সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়। এসব মামলায় আসামীদের পক্ষে শুনানী করেন এড, নিতাই রায় চৌধুরী এবং এড. আনিসুর রহমান খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।