Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেতন না দিয়ে পোশাক কারখানা বন্ধ: শ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর

প্রকাশের সময় : ২ মে, ২০১৬, ১২:০০ এএম

টঙ্গী সংবাদদাতা : বেতন-ভাতা না দিয়েই পোশাক কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে টঙ্গীতে ভাঙচুর চালিয়েছে শ্রমিক-কর্মচারীরা।সোমবার সকাল ৮টার দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কোনো কারণ না দেখিয়েই সোমবার সকালে কারখানা বন্ধ করে দেয়া হয়। খবর পেয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা গেইটে জড়ো হয়ে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করতে থাকে।
তবে কারখানার ভেতরে থাকা মালিক পক্ষের প্রতিনিধিরা বেতন-ভাতার বিষয়ে এসময় শ্রমিক-কর্মচারীদের কোনও সদুত্তর দিতে পারেননি।এ অবস্থায় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাঙচুর চালায় ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এসময় সড়কে যান চলাচলও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ