Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীকে এগিয়ে নিতে চাই মতবিনিময় সভায় রাসিক মেয়র

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

রাজশাহী সিটি কর্পোরেশন নাগরিক সেবার বৃহৎ প্রতিষ্ঠান। নাগরিক সেবার এ প্রতিষ্ঠানটিকে দেশের অনন্য সেবার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। নাগরিকদের সেবা প্রদানের এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সকলকে আন্তরিক হবার আহ্বান জানান সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবহন শাখার কর্মকর্তা-কর্মচারীদের এক মতবিনিমিয় সভা গতকাল সকালে নগর ভবন সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, পিছিয়ে পড়া রাজশাহীকে এগিয়ে নিতে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। রাসিকের সকল শাখার কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। শালবাগান গ্যারেজ ও নওদাপাড়ায় অবস্থিত এ্যাসফাল্ট প্লান্টটির উন্নয়নে প্রকল্প গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হবে। আয়ের নতুন খাত সৃষ্টিতে রাসিকের উদ্যোগে আধুনিক মানের ওয়ার্কসপ নির্মাণের পরিকল্পনা রয়েছে। শালবাগান ও এ্যাসফাল্ট প্ল্যান্ট এলাকায় দুটি সিএনজি স্টেশন স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

কনক্রিক মিক্সচার প্লান্ট স্থাপনসহ রাসিকের আয় বৃদ্ধিতে নানামুখী উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন তিনি। মতবিনিময় সভায় পরিবহন শাখার কর্মচারীবৃন্দ মেয়রকে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তা সমাধানে আশ্বাস প্রদান করেন। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মোসা. তাহেরা বেগম মিলি, সচিব মো. রেজাউল করিম, প্রধান প্রকৌশলী মো. আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো. রেয়াজাত হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, সহকারি প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ