Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতিঝিলে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব অনলাইন ডেস্ক : রাজধানীর মতিঝিলের দিলকুশায় একটি নির্মাণাধীন চারতলা ভবনে কর্মরত দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- মো. স্বপন শেখ (১৮) এবং আবদুল হালিম (২০)।
রবিবার দুপুর সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্বপন গাইবান্ধা জেলার শাগহাটার কুচুয়া গ্রামের আমিরুল শেখের ছেলে। হালিম বাড়ি রংপুরের মিঠাপুকুরে ফজলু মিয়ার ছেলে।
মতিঝিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ‍ওমর ফারুক জানান, দিলকুশার একটি নির্মাণাধীন ভবনে রড ওঠানোর কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু হয়।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, ইলেকট্রিক মেশিন দিয়ে ওঠানোর সময় ইলেকট্রিক শক থেকে এই দুর্ঘটনা ঘটেছে। শ্রমিকদের একজন চারতলায় ও অন্যজন দোতলায় কাজ করছিলেন।
লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ