Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নয়াপল্টনে যা হচ্ছে তা আচরণবিধি লঙ্ঘন নয় সাংবাদিকদের ইসি রফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন বিক্রি নিয়ে যা হচ্ছে তা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। গতকাল মঙ্গলবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন ভবনের নিজ দফদরে তিনি একথা জানান।
রফিকুল ইসলাম বলেন, বর্তমানে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কর্যালয়ে মনোনয়ন ফরম কিনতে আসায় যে ভিড় হচ্ছে তা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না। তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, বাংলাদেশের প্রতি আসন থেকে তিনজন করেও যদি নমিনেশন নিতে আসে তাহলে ৯০০ জন হয়। আর তাদের সঙ্গে যদি দু’জন করে আসে তাহেল এক হাজার ৮০০ জন হয়। তাহলে ৯০০ ও এক হাজার ৮০০ জন মিলে হয় দুই হাজার ৭০০। এই তিন হাজার লোক কর্যালয়ের সামনে থাকেবে। এটাতো আচলবিধি লঙ্ঘন নয়।
এটাকে যদি আপনারা লেখেন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে তাতে নিজের প্রতি অন্যয় করবেন। নিজের বাস্তবতার প্রতি অন্যয় করবেন। মানুষের প্রতি অন্যয় করবেন। বিএনপির প্রতি অন্যায় করবেন। এদিকে মনোনয়ন ফরম বিক্রি নিয়ে লোক সমাগম আচরণবিধির লঙ্ঘন না হলেও মিছিল, শোডাউনকে আচরণবিধির লঙ্ঘন বলছে ইসি। যে কারণে পুলিশ মহাপরিদর্শককে গতকাল মঙ্গলবার এক নির্দেশনায় আচরণবিধি লঙ্ঘন প্রতিপালনের বিষয়টি নিশ্চিত করতে বলেছে। পুনঃতফসিল অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। মনোনয়নপত্র বাছাই হবে ২ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।
এর আগে গত ১০ নভেম্বর ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, মনোনয়ন ফরম একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে বিক্রি হচ্ছে। এতে আচরণবিধি প্রতিপালন হচ্ছে বলে মনে করি না। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি নিয়ে ধানমন্ডিতে মিছিল-শোডাউন, লোক সমাগম করে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।



 

Show all comments
  • Shah Alam ১৪ নভেম্বর, ২০১৮, ২:১৭ এএম says : 0
    আহ কি দয়া ইসির।
    Total Reply(0) Reply
  • Alam ১৪ নভেম্বর, ২০১৮, ২:১৮ এএম says : 0
    আচরণবিধি শুধু বিএনপির জন্য
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ