Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে বাসচাপায় ২ সাইকেল আরোহী নিহত, আহত ১০

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব অনলাইন ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় বাসচাপায় দুজন সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছে অন্তত ১০ জন।
রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কলাপাড়া উপজেলার নীলগঞ্জ এলাকার আব্দুর রহমান (৭০) ও মো. আরিফ (২৭)। তাদের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আহতদের মহিপুর ও কুয়াকাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে সকাল সাড়ে ৬টার দিকে রহমান ও আরিফ সাইকেলে কলাপাড়া ফিরছিলেন। ঢাকা থেকে কুয়াকাটাগামী বাসটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ