পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন নির্বাচনে প্রার্থী না হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শহরের চায়ের দোকান থেকে শুরু করে সবখানে চলছে আলোচনা। বিশেষ করে তিনি প্রার্থী না হওয়ার ঘোষণা দেওয়ায় তার নেতৃত্বাধীন বিএনপিসহ অন্যান্য শরিক দলের মনোবল দুর্বল হয়ে পড়বে বলে আলোচনায় উঠে এসেছে।
এই সব আলোচকরা কোন টিভি টকশোর আলোচক নন, তবে রাজনীতি বোদ্ধা ব্যক্তি। তাদের মতে, শারীরিক অসুস্থতা হতে পারে। ড. কামাল হোসেনের নির্বাচনের প্রার্থী হওয়ার ক্ষেত্রে এটি খুব বড় বাধা নয়। তিনি যে আসনে দাঁড়াবেন শুধু একবার জনসভায় বক্তব্য দিয়ে আসবেন। তার পক্ষে নির্বাচনী কাজ করবে নেতা-কর্মী-সর্মথকরা। জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের প্রার্থী হিসেবে মাঠে থাকা জরুরী বলে মনে করছেন তারা। এই সকল আলোচকদের কেউ কেউ বলছেন, এমনও হতে পারে নির্বাচনের পর কোন একটি আসন কেউ ছেড়ে দিলে সেই আসনে উপ-নির্বাচন করে তিনি এমপি হবেন। তবে অধিক সংখ্যক মনে করেন, নির্বাচনের মাঠে ড. কামাল হোসেনের অংশগ্রহণের মধ্য দিয়ে মাঠে থাকা দরকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।