Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ধারাবাহিক নাটক সোনালী দিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বাংলাভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘সোনালী দিন’। মাতিয়া বানু শুকু’র রচনা ও রোকেয়া প্রাচী’র পরিচালনায় নাটকটি প্রচার হচ্ছে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টা ১৫মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা চম্পা, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, তারিন, ভাবনা, তৌকির আহমেদ, অহনা, তাসনুভা তিশা, মনোজ, সৈয়দ হাসান ইমাম, ডলি জহুর, রাইসুল ইসলাম আসাদ, শিল্পী সরকার অপু, নওশাবা, তৌসিফ, রোজী সিদ্দিকী, শতাব্দী ওয়াদুদ, লিলিয়ান, এ্যরণ, পীযুষ বন্দ্যেপাধ্যায়, প্রাণ রায়, রমিজ রাজু প্রমূখ। এর গল্পে দেখা যাবে, জারা বড় হয়েছে আমেরিকায়, পড়াশোনা করেছে ফিল্ম ইনস্টিটিউটে। ডিপ্লোমা ফাইনাল শেষ হবার পর ভার্সিটিতে সাবমিট করতে হবে একটা পূর্ণাঙ্গ চলচ্চিত্র। চলচ্চিত্রের বিষয়, প্রাইড অফ ইওর নেশন। চলচ্চিত্রটি করার জন্য তাকে বাংলাদেশে আসতে হয়েছে। ছোট বেলায় মা বাবার সাথে চলে গিয়েছিলো দেশের বাইরে, এইবার ফেরা। সাথে আছে একজন বিদেশী বন্ধু লিলিয়ান। লিলিয়ানকে সাথে নিয়ে জারা উঠেছে হোটেলে। এই শহরে আছে জারার একমাত্র ফুফু জেসমিন, সেই বাসায় যাওয়া যাবে না। আজ থেকে ১৫/১৬ বছর আগে জারার চাচাদের মধ্যে পারিবারিক ঝামেলা তৈরী হলে দাদা নাসির আহমেদ ছেলেমেয়েদের তার সম্পত্তি ভাগাভাগি করে দেন। এখন শুধুমাত্র বড় চাচা সোহেল আহমেদ থাকেন শেরপুরে তাদের গ্রামের বাড়ীতে। এক ঘটনায় তাদের পরিবারে পাকাপাকি ভাবে ফাটল লাগে। চাচাদের এই ঝগড়ার কারণে জারার এই শহরে থাকার জন্য কোন আত্মীয় নেই। শুরু করে তার সিনেমার কাজ। পাল্টে যায় তার গল্পের প্লট। তার সিনেমায় গৌরবময় ইতিহাসের পাশাপাশি সোনালী দিনের গল্পও স্থান পেতে শুরু করে। একই সাথে চলতে থাকে জারার পরিবারের পুনরায় এক হওয়ার গল্প। আর এভাবেই এগিয়ে চলে সোনালী দিন নাটকের গল্প।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ