বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নানা আয়োজনে ভালোবাসা ও শ্রদ্ধায় জনপ্রিয় ও নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন পালন করা হয়েছে।
মোমবাতি প্রজ্জ্বলন, কবরে ফুল দিয়ে শ্রদ্ধা, কেক কেটে ও পায়রা উড়িয়ে আজ মঙ্গলবার সকালে গাজীপুরের নুহাশ পল্লীতে প্রয়াত হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপন করা হয়।
জন্মদিন উপলক্ষে গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় অবস্থিত নুহাশ পল্লীতে রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। সকালে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, তাদের দুই ছেলে নিশাদ ও নিনিতসহ স্বজন এবং ভক্তদের নিয়ে কেক কাটেন এবং হুমায়ূন আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও দোয়া করেন।
কবর জিয়ারত শেষে মেহের আফরোজ শাওন সাংবাদিকদের বলেন, ‘হুমায়ূন আহমেদ আছেন এখানে, নুহাশ পল্লীতে। হুমায়ূন আহমেদের আলোয় আসলে গাজীপুরটাও আলোকিত হয়ে আছে, নুহাশ পল্লী আলোকিত হয়ে আছে। এক অর্থে বলব, বাংলাদেশ আলোকিত হয়ে আছে।’
তিনি বলেন, ‘দূর-দূরান্ত থেকে যারা হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করতে আসেন তারা সবাই রাস্তার কথাটা সবসময় বলেন। রাস্তার বিষয়টি আমরা প্রতিবারই আশা করি। কিছু দূর ঠিক হয় আবার পরবর্তী বর্ষায় দেখা যায় রাস্তাটা নষ্ট হয়ে যায়, আবার ভেঙে যায়। চলাচলের খুব অসুবিধা হয়। আমার মনে হয় যে, হুমায়ূন আহমেদের এই স্বপ্নের নুহাশ পল্লী পর্যন্ত আসার রাস্তাটি তথা এলাকার রাস্তাটির দিকে একটু নজর রাখা উচিত। হুমায়ূন আহমেদের ভক্তদের দিকে তাকিয়ে এটুকু করা উচিত। কারণ প্রতিদিন অসংখ্য হুমায়ূন ভক্ত এখানে আসেন।’
এদিকে, সকালে গাজীপুর হিমু পরিবহনের ২০ জন হিমু গাজীপুর শহর থেকে বাইসাইকেল নিয়ে নুহাশ পল্লীতে আসেন। তারা হুমায়ূন আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবদেন করেন।
উল্লেখ্য, সাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। পরে গাজীপুরের নুহাশ পল্লীতে তাকে সমাহিত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।