Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৮, ১:৪৬ পিএম

দেশের বৃহৎ মোবাইল অপারেটর গ্রামীণফোনে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই এ নেটওয়ার্ক সমস্যায় ভুগছেন ব্যবহারকারীরা।

ভুক্তভোগীরা জানান, গ্রামীণ নাম্বার থেকে যে কোনো নাম্বারে ফোন দিতে কয়েকবার চেষ্টা করতে হচ্ছে। অনেকবার চেষ্টা করেও অনেকসময় ফোন ঢুকছে না। কয়েকবার চেষ্টা করে একবার সংযোগ পাওয়া গেলেও কথা বলতে বলতে কেটে যাচ্ছে। আবার অন্য অপারেটর থেকে গ্রমীণফোন নাম্বারে কল দিলেও একই সমস্যা দেখা যাচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রামীণফোনে বেস স্টেশন কন্ট্রোলারে (বিএসসি) যান্ত্রিক ক্রটির কারণে এ সমস্যা দেখা দিয়েছে।



 

Show all comments
  • সফিক উদ্দীন ১৪ নভেম্বর, ২০১৮, ১২:৩৫ এএম says : 0
    এই গ্রামীণফোন দূর্বল নেটওয়ার্ক শক্তি নিয়ে আবার ০১৩ চালু করেছে। এর চেয়ে টেলিটক ভাল। সরকার পারত না সিটিসেল চালু করতে ও নতুন ১টি মোবাইল অপারেটর আনত। তার সাথে টেলিটকে ৪জি সেবা চালু করতে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ