Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অল্পের জন্য বেঁচে গেলেন স্টিমারের ৩শ’ যাত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্টেশন হয়ে চাঁদপুর-ঢাকামুখী বিআইডব্লিউটিসির স্টিমার পিএস টার্ণ মেঘনার রাজাপুর ও বগাদিয় চর অতিক্রমকালে ভাটিতে বালুবাহী বলগেটের সাথে মুখোমুখী সংঘর্ষে তলা ফেটে যাওয়ায় কোনমতে চরে তুলে দেয়ায় প্রায় ৩শ’ যাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে। বালুবাহি বলগেটটি দুর্ঘটনাস্থলেই ডুবে যায়।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় পিএস টার্ণ চাঁদপুর-ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করার আড়াই ঘন্টার মাথায় এ দুর্ঘটনার কবলে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বরিশাল-ঢাকামুখী নৌযান সুন্দরবন-১২ তে যাত্রীদের উদ্ধার কাজ চলছে। বরিশাল থেকে নৌ-দমকল ইউনিট ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে রওনা হয়ে গেছে। বিআইডব্লিউটিসির বরিশাল ঘাঁটি কারখানা থেকে ওয়েলডিং মেশিন ও অন্যান্য সরঞ্জামসহ প্রকৌশলীগণ দুর্ঘটনাস্থলে ছুটে গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ