পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। শারীরিক অসুস্থতার কারণে তিনি এ সিদ্ধান্তে অনঢ় আছেন। তিনি বলেন, আমার নির্বাচনে অংশ নেয়া বড় কথা নয়। আমরা একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলে আসছি। সে লক্ষ অর্জনে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ড. কামাল হোসেন ইতোমধ্যেই একাধিকবার গণমাধ্যমকে একথা বলেছেন, এখনো তিনি তার এ সিদ্ধান্তে অনঢ় আছেন।
তিনি বলেন, আমি চাই দেশে ভারসাম্যের নীতি প্রতিষ্ঠা পাক। নির্বাচনে কে হারলো, কে জিতলো সেটা বড় কথা নয়, দেশের মালিক জনগণ, তারা যেন নিজেদের পছন্দমতো ভোট দিতে পারে সেটাই বড় কথা। তবে তার এ সিদ্ধান্তের বিষয়টি দলীয় নেতাকর্মীরা মানতে পারছেন না। তারা কামাল হোসেনকে নিয়ে নির্বাচনে যাওয়ার বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে শীর্ষ নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি। ৫ বছর আগে যে বিএনপি নির্বাচন বয়কট করেছিল, সেই বিএনপি কার্যত তাকে সামনে এনে নির্বাচনে যাওয়ার পথ প্রশস্ত করেছে। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।