পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ভীষণ অসুস্থ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিকালে নাজিম উদ্দিন রোডের পরিত্যাক্ত কারাগারে সাক্ষাৎ করে এসে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, পিজি হাসপাতালের (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতলে) চিকিৎসকরা যে চিকিৎসা ও পরামর্শ দিয়েছেন কারা কর্তৃপক্ষ তা মানছে না তিনি ভীষণ অসুস্থ। গত চার দিন তাকে ফিজিও থেরাপি দেয়া হয়নি অবিলম্বে তাকে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে তিনি জোর দাবি জানান। নির্বাচন নিয়ে কোন কথা হয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, জনগণের মধ্যে যে ঐক্য হয়েছে তা এগিয়ে নিয়ে যেতে ম্যাডাম বলেছেন।
দুপুরের পর মির্জা ফখরুলসহ দলের সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যান। দীর্ঘ দেড় ঘন্টা পর তার করাগার থেকে বেরিয়ে আসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।