Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনের পরিবেশ না হলে সিদ্ধান্ত পরিবর্তন করবে বিএনপি -মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৮, ১২:১৬ পিএম

এখন পর্যন্ত নির্বাচনের কোন পরিবেশ নেই অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,'সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বলতে যা বুঝায় এখন পর্যন্ত তার কোন কিছুই লক্ষ্য করা যাচ্ছে না।এগুলো বন্ধ না হলে আমাদের সিদ্ধান্ত নিশ্চয়ই পরিবর্তন করবো। সোমবার(১২ নভেম্বর)নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম কেনার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন,'এই স্বৈরাচার সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় বন্দি করে রেখেছে।তার পরও দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফার আলোকে আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি।এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। তিনি আরও বলেন,'আমরা বারবার বলছি এই নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের আন্দোলের অংশ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, মোহাম্মদ শাহজাহান,ডা:এ জেড এম জাহিদ হোসেন,চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক,আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন,সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।



 

Show all comments
  • ১৪ নভেম্বর, ২০১৮, ৫:৪৭ পিএম says : 0
    সমস্যা নেই নিবাচন থেকে সরে দাঁড়ান. নিবাচন সঠিক সময়ে হবে আবার ওয়েট করবেন পাঁচ বছরের জন্যে . আপনাদের তো কেঊ বলেনি আসুন নিবাচন করুন.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ