Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তানভীরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর বহিষ্কারাদেশ তুলে নিয়েছে বিএনপি। গতকাল (রোববার) রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বহিষ্কারাদেশ তুলে নেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তানভীর আহমেদ সিদ্দিকী বিএনপির প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য ছিলেন। ২০১১ সালে বহিষ্কার হওয়ার আগে দলের স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ২০১১ সালে তার বড় ছেলে ইরাদ সিদ্দিকী অভিযোগ করেছিলেন, বিএনপি সমর্থন দেওয়ার বিনিময়ে খালেদা জিয়া তার কাছে অর্থ চেয়েছিলেন। পরে ওই অভিযোগকে কেন্দ্র করে স্থায়ী কমিটিসহ দলের সদস্যপদ হারান তানভীর সিদ্দিকী। তিনি গাজীপুর থেকে এমপি ছিলেন।
বহিষ্কারের পর ২০১১ সালের ডিসেম্বরে নিজের এলাকায় গিয়ে তানভীর আহমেদ সিদ্দিকী বলেছিলেন, ‘রাজনীতিতে শেষ বলে কিছুই নেই। আমি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করেছি। কিছুদিন অবসরে থেকে আবারও রাজনীতিতে কাজ করতে শুরু করেছি। মৃত্যুর পূর্ব পর্যন্ত রাজনীতিতে থাকতে চাই।
বিএনপির সূত্রগুলো বলছে, দলে ইতোমধ্যে সংস্কাপন্থীদের ফেরানো হয়েছে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময় থেকে বিএনপি করা এই তানভীর সিদ্দিকীকেও দলে ফেরানো সেই প্রক্রিয়ার অংশ। রোববার গুলশানে স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের বৈঠকেও বিষয়টি আলোচনায় ছিল। উপস্থিত নেতারা তানভীর আহমেদ সিদ্দিকীর ফেরাকে স্বাগত জানিয়েছেন।-



 

Show all comments
  • Nahid Perves Shuvo ১২ নভেম্বর, ২০১৮, ১০:৩৯ এএম says : 0
    যারা দলে ফিরছে তাদের কে স্বাগতম। কথা হলো তাদেরকে আগামী ৫ বছর দলের কর্মী হিসাবে রাখেন।
    Total Reply(0) Reply
  • Md abdul Karim ১২ নভেম্বর, ২০১৮, ১০:৩৯ এএম says : 0
    অভিনন্দন
    Total Reply(0) Reply
  • পাবেল ১২ নভেম্বর, ২০১৮, ১০:৪২ এএম says : 0
    আমি ব্যক্তিগতভাবে তানভীর আহমেদ সিদ্দিকীর ফেরাকে স্বাগত জানাই
    Total Reply(0) Reply
  • জামান ১২ নভেম্বর, ২০১৮, ১০:৪৪ এএম says : 0
    সংস্কাপন্থীসহ সকলকে দলে ফেরানো হোক। তবে বিশ্বস্ত ছাড়া কাউকে গুরুত্বপূর্ণ পদে বসানো যাবে না।
    Total Reply(0) Reply
  • বৃষ্টি ১২ নভেম্বর, ২০১৮, ১০:৪৫ এএম says : 0
    রাজনীতিতে শেষ বলে কিছুই নেই।
    Total Reply(0) Reply
  • গাজী ১২ নভেম্বর, ২০১৮, ১১:৫৩ এএম says : 0
    ছেলে মায়ের কোলে ফিরেছে- এটা অবশ্যই ভাল সংবাদ। দু:সময়ে সকলকেই কাছে টানা দরকার।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ