Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ. লীগের মনোনয়নপত্র কিনলেন মাশরাফি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৮, ১২:২৭ এএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নড়াইল-২ সংসদীয় আসন থেকে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে লড়তে চান তিনি। গতকাল রোববার দুপুর ২ টার দিকে আওয়ামী লীগের সভাপতির ঢাকার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়নপত্র নেন মাশরাফি।
দলীয় মনোনয়নপত্র কেনার পর মাশরাফি বলেন, নৌকার বিজয় নিশ্চিত করে নড়াইলকে সুন্দর ও আধুনিক করে সাজাতে চাই।’ মনোনয়ন ফরম কেনার আগে গতকাল সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান ম্যাশ। সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে দোয়া নেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল বলেন, মাশরাফি নির্বাচন করবে, এটা অনেক আগেই সিদ্ধান্ত হয়েছিল। সাকিবও এ বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছিল। প্রধানমন্ত্রী দলের স্বার্থ না দেখে দেশের স্বার্থ দেখেছেন।’



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ১২ নভেম্বর, ২০১৮, ৭:২৭ এএম says : 0
    নিজের মাথায় কুড়াল মারা দেখতে হইলে মাশরাফিকে দেখেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ